বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বর্তমানে তথ্য প্রযুক্তিতে যে জাতি যত বেশি উন্নত সে জাতি ততো বেশি উন্নত, সে দেশ ততো সার্বিক বিষয়ে উন্নত । গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর অধিভুক্ত বাঙ্গালা ডাঃ গনি-সাহেরা উচ্চ বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন পয়লা ইউনিয়নস্থ বাঙ্গালা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ০১/০১/২০০৪ সালে স্থাপিত হয় । আমি দুলাল চন্দ্র সরকার গত ১১/১২/২০০৪ খ্রিঃ তারিখে প্রধান শিক্ষক পদে যোগদানের পর থেকে গুনগত শিক্ষা নিশ্চিতের লক্ষে কাজ করে যাচ্ছি । মানব সন্তানকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষা কেবল পন্য নয়, এটি অধিকার । মান সম্মত শিক্ষা আমাদের অঙ্গিকার। সমাজের, দেশের, এলাকার গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন অবদান রাখবে এই আমার বিশ্বাস । প্রস্তুতির কাজ চলছে, সাজতে চাই, সাজাতে চাই বিদ্যালয়ের আঙ্গিনা। মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন পয়লা ইউনিয়নের বাঙ্গালা গ্রামে মনোরম পরিবেশে বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম ডাঃ মোঃ আব্দুল গণি এবং মরহুমা সাহেরা গণি এর স্বপ্নের ফসল এ মাধ্যমিক বিদ্যালয়।
আমি এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। কর্মরত সকল শিক্ষক, কর্মচারী ও হিতৈষী ব্যক্তিবর্গকে অভিনন্দন জানাচ্ছি । একই সাথে স্কুলটি সুষ্ঠভাবে পরিচালনায় তাদের সহযোগিতা কামনা করছি ।
পরিশেষে বাঙ্গালা ডাঃ গনি-সাহেরা উচ্চ বিদ্যলয়ের ওয়েবসাইটটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করে শেষ করছি।
দুলাল চন্দ্র সরকার
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
বাঙ্গালা ডাঃ গনি-সাহেরা উচ্চ বিদ্যালয়, ঘিওর,মানিকগঞ্জ ।