শিক্ষা প্রতিষ্ঠানঃ বাঙ্গালা ডাঃ গনি-সাহেরা উচ্চ বিদ্যালয়
সংক্ষিপ্ত বর্ণনাঃ বাঙ্গালা ডাঃ গনি-সাহেরা উচ্চ বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন পয়লা ইউনিয়নের বাঙ্গালা গ্রামে অবস্থিত । অত্র বিদ্যালয়ের মোট জমি ১২৮ শতাংশ এর মধ্যে ৭৭ শতাংশ জমির উপর খেলার মাঠ, ১০ শতাংশ অন্যান্য ও ৪১ শতাংশ জমির উপর ০২ টি চারতলা পাকা ঘর বিশিষ্ট বিদ্যালয় ভবনটি অবস্থিত । উক্ত ০২ টি চারতলা ভবনে ১০টি ক্লাস রুম, ০১ টি প্রধান শিক্ষক,০১ টি শিক্ষকদের রুম, ০১ টি হল রুম, ০১টি ছাত্রী কমন রুম, ০১ টি ল্যাব রুম, ০১ টি অফিস কক্ষ, ০১ টি সততা স্টোর, ০১ টি গ্রন্থাগার ও ০১ টি প্রার্থনা কক্ষ রয়েছে ।
বাঙ্গালা ডাঃ গনি-সাহেরা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব প্রফেসর ডাঃ এ. এস. এম. এ রায়হান অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান , গ্যাসট্রোএন্টারোলজী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং দাতা ও সভাপতি জনাব সুলতানা নাসিরা খান অবসরপ্রাপ্ত যুগ্মসচিব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা । বিদ্যালয়টি ০১/০১/২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ০১/০১/২০০৮ খ্রিঃ তারিখ হতে ৮ম পাঠদানের অনুমতি ও স্বীকৃতি প্রাপ্ত হয়ে ৩১/০৫/২০১০ খ্রিঃ তারিখে এম. পি. ও ভুক্ত হয়। পরবর্তিতে ০১/০১/২০১১ খ্রিঃ তারিখে নবম শ্রেনির পাঠদানের অনুমতি প্রাপ্ত হয় ও ০১/০১/২০১৫ খ্রিঃ তারিখে মাধ্যমিক স্বীকৃতি প্রাপ্ত হয়ে ০৬/০৭/২০২২ খ্রিঃ তারিখে মাধ্যমিক এম. পি. ও ভুক্ত হয়ে অদ্যাবধি সুনামের সহিত নিয়মিত ম্যানেজিং কমিটির দ্বারা বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ও পরিচালিত হয়ে আসছে । বিদ্যালয়ের EIIN NO -133877 ও বিদ্যালয় কোড – ৪৯৪৭ এবং MPO CODE -2802121202 . অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, দুলাল চন্দ্র সরকার , এম. কম, বি. এড।
প্রতিষ্ঠানের ইতিহাস